শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘নির্বাচন নিয়ে ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়ে গেছে’

পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন, পররাষ্ট্র সচিবের আসন্ন দিল্লি সফরে নির্বাচনের মতো রাজনৈতিক ইস্যুতে আলোচনা হবার সুযোগ নেই। সোমবার (২০ নভেম্বর) এসব কথা বলেন তিনি।

তিনি জানান, নির্বাচন নিয়ে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়ে গেছে। এ নিয়ে নতুন করে আলোচনা হবে না।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা চায়। তারা চায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকুক। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় যেন কোনো ধরনের ভাটা না পড়ে সেটাই চায় ভারত।

প্রসঙ্গত, ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নিয়মিত ফরেন অফিস কনসালটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ