শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে বিরোধীদলীয় নেতা হিসেবে আলোচনায় রাহুল গান্ধী

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রীর ন্যায় বেশ আলোচনায় রয়েছে বিরোধীদলীয় নেতা কে হচ্ছেন। একটি সূত্রকে সামনে এনে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে, নতুন সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী।

শনিবার (৮ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে।

প্রতিবেদনে বলা হয়, মিটিং শেষে কংগ্রেস সাংসদ কুমারী সেলজা বলেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমাদের সবার ইচ্ছার কথা জানানো হয়। যেখানে আমরা রাহুল গান্ধীকে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চেয়েছি।

প্রবীণ কংগ্রেস নেতা এবং আলাপুজা থেকে নবনির্বাচিত সাংসদ কেসি ভেনুগোপাল বলেন, ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধী জিকে লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়াও মিটিংয়ে নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধীর কৌশল এবং প্রচেষ্টার প্রশংসা করা হয় বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ