শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আলাদা ঘটনায় দুই চিকিৎসক খুন

চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী। রবিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এই ঘটনা হয়। 

মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বারে রোগী দেখে বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। 

এদিকে, রাজশাহীর কচুয়াতৈল এলাকা থেকে  এরশাদ আলী দুলাল নামে পল্লিচিকিৎসককে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপহরণের ছয় ঘণ্টা পর রবিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় শাহ মখদুম থানার সিটিহাট এলাকা থেকে এরশাদ আলী দুলালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

সর্বশেষঃ