পথে প্রান্তরে ডেস্ক \ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে ইয়েলো-বেলাইড সি স্নেক নামের বিষধর সাপের।
গত বুধবার সমুদ্র সৈকতের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে সাপটিকে দেখতে পান পর্যটকরা। পরে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাপটির ছবি পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা বিচের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো-বেলাইড সি স্নেক দেখতে পান পর্যটকরা। কিচ্ছুক্ষণ পরে সাপটি একা একা আবার সমুদ্রে ফিরে যায়।
তারা আরও জানান, এটি এ সৈকতে প্রথম দেখা মিললো। তবে বেশ কয়েকবার কুয়াকাটা সৈকতের কাছাকাছি বিরল প্রজাতির সাপ, তিমি, কচ্ছপের দেখা মিলছে। এখন বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যে সমুদ্রের গতিপথ কিংবা জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব পড়েছে কি না।
এ বিষয়ে বন কর্মকর্তা আব্দুল্লাহ জানিয়েছেন, এ সাপের পেটের রং হলুদ। দেহের উপরিভাগ কালো। এরা থাকে সমুদ্রে। এর ইংরেজি নাম ইয়েলো বেলাইড সি স্নেক। আর বৈজ্ঞানিক নাম নাম বিভিজি পেলামিস প্লাচুরা। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত।
তিনি আরও জানান, গভীর সমুদ্রে বসবাস করা এ সাপ তীরবর্তী এলাকায় খুব কম দেখা মিলে। এটি অত্যন্ত বিষধর সাপ। যদি কাউকে আঘাত করে সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে। হাসপাতাল পর্যন্ত নেওয়ার সময় দেয় না। এদের অ্যান্টিবায়োটিক এখনো বাংলাদেশে তৈরি হয়নি।
বন কর্মকর্তা বলেন, এদের আটলান্টিক মহাসাগর ছাড়া সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরীয় জলে পাওয়া যায়। সাধারণত এরা প্রশান্ত ও ভারত সাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। উপকূলের চেয়ে গভীর সমুদ্রই এদের বেশি পছন্দ।