স্টাফ রিপোর্টার \ বাণিজ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ”জিএমপি” ( গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ এবং ১৫ জুন এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুর রহিম খান এবং সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ডক্টর সীতেশ বাছার, ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সম্মানিত পরিচালক জনাব সালাউদ্দিন, পরিচালক জনাব আকিবুর রহমান, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড এর অন্যতম সদস্য, তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান সাকী, ইউনানী ঔষধ বিশেষজ্ঞ অধ্যাপক শাহ ইলহাম উল্লাহ চিশতী, আয়ুর্বেদ ঔষধ বিশেষজ্ঞ ডাক্তার নুরুজ্জামান সরকার মিলন, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন প্রমুখ।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন ইউনানী ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের টেকনিক্যাল ব্যক্তিবর্গ ট্রেনিং প্রোগ্রামে ট্রেইনি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ প্রতিনিধিবৃন্দও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক জনাব সালাউদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ ফখরুল ইসলাম, জনাব মোঃ তানভীর আহমেদ, অধ্যাপক শাহ ইলহাম উল্লাহ চিশতী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান সাকী জিএমপি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কারণ তিনি উক্ত গাইড লাইন এর ওয়ার্কিং কমিটির কনভেনার এর দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ডক্টর সীতেশ বাছার ঐতিহ্যবাহী ইউনানী চিকিৎসা উন্নয়নের জন্য ইউনানী টেকনিক্যাল ব্যক্তিবর্গ এবং ফার্মাসিস্ট বা বোটানিস্টবৃন্দের পরস্পরের জ্ঞানের আদান-প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ ইউনানী ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর কর্ণধারদের বিশেষভাবে অনুরোধ করেন, যেন তারা ইউনানী ঔষধে অপ্রয়োজনীয় কেমিক্যাল পদার্থের মিশ্রণ ঘটিয়ে মানুষকে প্রতারিত না করেন। অর্থাৎ ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ যেহেতু প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুতরাং অযথা কেমিক্যাল মিশ্রণের মাধ্যমে এটির মৌলিকত্ব নষ্ট করে জনসাধারণকে প্রতারিত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
তিনি আরো বলেন, বাণিজ্যিক ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে জিএমপি অনুসরণ এর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সনাতনী ঔষধ এর উপর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যে, জনস্বাস্থ্যের জন্য উপকারী এই ঐতিহ্যবাহী ঔষধের ব্যবহার আরো বৃদ্ধির জন্য সরকার বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী ইউনানী ঔষধ শিল্পের সাথে সংশ্লিষ্ট মালিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভালো ঔষধ তৈরি করার জন্য আরো অর্থ এবং ইউনানী ও আয়ুর্বেদিক জনবল বৃদ্ধি করতে হবে। পাশাপাশি অসাধু শিল্প মালিকদের মানহীন ভেজাল ঔষধ প্রস্তুতের কঠোর সমালোচনা করেন এবং অনতিবিলম্বে এই সকল কর্মকাণ্ড হতে নিজেদেরকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।