Search
Close this search box.

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম ১০ বছর পর গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম

স্টাফ রিপোর্টার \ মানিকগঞ্জ সদরের পোড়রা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে ১০ বছর যাবৎ পলাতক ছিল।

র‌্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পোড়রা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্রাদি পর্যালোচনায় জানা যায় যে, গত ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে বিপ্লব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়। ওই মামলায় ৩ মাস কারাভোগের পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সেলিম। ওই মামলার বিচার শেষে আদালত আসামি সেলিম ওরফে বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর টেবিল১(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হওয়ার পর থেকে সেলিম ওরফে বিপ্লব ছদ্মবেশ ধারণ করে। মানিকগঞ্জ জেলার শিবালয়, সাটুরিয়া, সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই এবং আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল সে । এ সময় আসামি রিক্সা, ভ্যান ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করত। তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ