স্পোর্টস রিপোর্টার ॥ এবার কাতার বিশ্বকাপে খেলা হবে না ইতালির। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপে যাওয়ার সুযোগ হারায় ইতালি। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মানচিনির অধীনেই ইতালি একটি বিশ্বকাপ জিতবে! এমন দাবি ক্ষোধ ইতালির কোচ রবার্তো মানচিনি করেছেন।
ইতালির ক্রীড়া বিষয়ক গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মানচিনি বলেন, ‘যখন আমি ইতালির কোচ হলাম, আমার লক্ষ্য ছিল- ইউরো ও বিশ্বকাপ জেতা। এক বছর আগে যখন ইউরো জিতলাম, তখন শিরোপা হাতে নিয়ে নিজেকে বলেছিলাম, এবার আরেকটা শিরোপা জিততে যাচ্ছি আমরা। আমি বিশ্বকাপের কথাই ভাবছিলাম। অবশ্যই এবার সেটা তো সম্ভব নয়। তবে আমি এখনো বিশ্বাস করি, আমার অধীনে ইতালি একটা বিশ্বকাপ জিতবে।’
মানচিনি এটাও বলেছেন যে, ২০২০ ইউরো জয়ের পর তিনি অবসরের চিন্তা করেছিলেন, ‘ইউরো জেতার পরে একবার ভেবেছিলাম দায়িত্ব ছেড়ে দিই। কিন্তু এক বছর পরেই যেহেতু বিশ্বকাপ, তাই এ ব্যাপারে তখন আর ভাবিনি। দ্বিতীয়বার (প্লে-অফ সেমিফাইনাল হারের পর) এ নিয়ে আরও বেশি করে ভাবা শুরু করি। তখন খুব কঠিন একটা পরিস্থিতিতে পড়েছিলাম। ’