Search
Close this search box.

শেরিকা জ্যাকসন ২০০ মিটারে `দ্রুততম মানবী’

শেরিকা জ্যাকসন ২০০ মিটারে `দ্রুততম মানবী’

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটারে `দ্রুততম মানবী’ হয়েছেন জ্যামাইকান অ্যাথলেট শেরিকা জ্যাকসন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন জ্যামাইকান তারকা শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস। এবার ২০০ মিটারে প্রাইসকে পেছনে ফেলে ‘দ্রুততম মানবী’ হয়েছেন জ্যাকসন।

২০০ মিটার স্প্রিন্টে ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং করে সেরা হয়েছেন শেরিকা। প্রতিযোগিতায় মাত্র ২১.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন এই জ্যামাইকান তারকা। তাঁর চেয়ে ০.১৬ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ১০০ মিটারে সেরা হওয়া শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

এর আগে ১০০ মিটারে শেলি–অ্যান ফ্রেজার প্রাইসের কাছেই হেরেছিলেন শেরিকা। এবার ২০০ মিটারে এসে সেই মধুর প্রতিশোধ নিলেন শেরিকা। এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে দুবার ব্রোঞ্জ জিতেছিলেন শেরিকা জ্যাকসন।

নিজের অর্জন নিয়ে শেরিকা বলেন, ‘আমি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পেরে দারুণ খুশি। এ মুহূর্তে আমি ২০০ মিটার স্প্রিন্টে জীবিত থাকা দ্রুততম। আমার আর কিছু চাওয়ার নেই।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ