স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। রিয়াদ এ সফরে অধিনায়ক করছেন না। এ সফর থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দুইয়ের অধিকভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা দেশে ফিরেছেন। এরপর কয়েক দিনের বিশ্রাম নিয়ে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। জিম্বাবুয়ে সফরে তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচী ঘোষনা করে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। সফরের আনুষ্ঠানিকতাও শুরু হবে। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টির সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ওয়ানেড ম্যাচগুলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
এই সফরের আগে রিয়াদের টি২০ অধিনায়কত্ব নিয়ে অনেক কথা হয়েছে। অধিনায়কত্ব হারাচ্ছেন রিয়াদ। সাকিবের কাঁধে নেতৃত্ব দেওয়া হচ্ছে। এমনই আলোচনা থাকে। কিন্তু জিম্বাবুয়ে সফরে রিয়াদ অধিনায়ক থাকছেন না। সাকিবকেও অধিনায়ক করা হয়নি। সাকিব যে জিম্বাবুয়ে সফরে যাবেন না, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। সাকিবের সাথে এ সফর থেকে বিশ্রাম পাচ্ছেন মুশফিক ও রিয়াদও। শুক্রবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্ব কে করবেন এবং কারা বিশ্রামে থাকছেন, তা জানিয়ে দেন।