Search
Close this search box.

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে : তথ্যমন্ত্রী

নির্বাচনে যেতে বিএনপির অনেক নেতা উদগ্রীব - তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার – তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মধ্যরাতের টকশোতে অনেক ব্যক্তি দেশবিরোধী কথাবার্তা বলে জনমনে ভীতি সৃষ্টি করছেন। এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বুধবার রাজধানীর তথ্যভবনে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দুনিয়াতে জ্বালানী ও খাদ্যমূল্যের দাম যা বৃদ্ধি পেয়েছে তার থেকে কম বেড়েছে বাংলাদেশে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরআগে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আপনারা সভা সমাবেশ করেন কোনো সমস্যা নেই। কিন্তু, সভা সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করবেন। মারামারি করতে গিয়ে জনগণের জানমালের ক্ষতি করবেন, তখন আমরা কি বসে থাকব? আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের রাজপথে মোকাবিলা করব। এই দেশে হত্যা, অগ্নিসন্ত্রাস আর হতে দেওয়া হবে না।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যেই দেশকে পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয়, সেই সুইজারল্যান্ডে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আড়াই গুণ বাড়ানো হয়েছে। এভাবে যাদের আমরা উন্নত রাষ্ট্র বলে জানি, সেসব দেশে তেলের দাম দুই গুণ-আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশে তেলের দাম ৪০-৪২ শতাংশ বেড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আবার তেলের দাম কিছুটা কমানো হয়েছে। তাতেও যে জনগণের কষ্ট হচ্ছে না তা অস্বীকার করব না। বিশ্ব বাজারে তেলের দাম কমে গেলে বাংলাদেশেও তেলের দাম কমানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ