Search
Close this search box.

নিউমার্কেটে অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদে

স্টাফ রিপোর্টার- রাজধানীর নিউমার্কেটের ভেতরে থাকা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় অভিযান শেষ হয়৷

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।


অভিযানে নিউমার্কেটের ভেতরে থাকা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় ৷ উচ্ছেদের খবর জানতে পেরে অনেকেই দোকান রেখে পালিয়ে যান ৷ বাকিরা দোকান গুটিয়ে কেনাবেচা বন্ধ করে দেন। অবৈধ দোকান রাখার অভিযোগে এ সময় নয়টি মামলা ও ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷

নিউমার্কেটের ভেতরের গলিতে ছোট দোকান নিয়ে বসেন জাহিদ হোসেন৷ তিনি বলেন, বৈধ না হলেও আমরা তো এখানে টাকা দিয়ে দোকান বসাই। তারপরও আমাদের দোকান উচ্ছেদ করা হয়েছে৷

ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, নিউমার্কেটে আসা ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল ও মার্কেটের সার্বিক পরিবেশ সুন্দর রাখতেই এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অভিযানের কয়েকদিন আগে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য মাইকে প্রচারণা চালিয়েছি ৷ এরপরও যেসব দোকান সরানো হয়নি, আজ সেগুলো উচ্ছেদ করেছি। নগরীর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ