Search
Close this search box.

‘অপারেশন সুন্দরবন‍‍’র পোস্টার উন্মোচন “মুক্তি ২৩ সেপ্টেম্বর”

সব্যসাচী দাশ- ‍দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র  ‘অপারেশন সুন্দরবন‍‍’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে বাকি মাত্র সপ্তাহ দুয়েক।  গত বৃহস্পতিবার ছিল ছবির পোস্টার উন্মোচনের অনুষ্ঠান। রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া  সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠান।  এই আয়োজন উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি।

তিনি বলেন, আমি রাজনীতিতে যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু যখন এসব মানুষের সংস্পর্শে আসি, তখন নতুন করে প্রাণ ফিরে পাই, উজ্জীবিত হই। অভিনয়ের জীবনটাই আমার প্রকৃত জীবন বলে সবসময় মনে করি। ‘আপারেশন সুন্দরবন’ এর  পোস্টার প্রসঙ্গে তিনি বলেন, বেশ বড়সড় এবং খুব আকর্ষণীয় একটি পোস্টার। আর সিনেমাটির ট্রেলার কিছুটা দেখলাম; বিশ্বমানের ট্রেলার মনে হয়েছে। ইদানীং  দেশের সিনেমার পালে বাতাস লেগেছে। এই সিনেমা ঝড়ো হাওয়া এনে দেবে। ’

‘অপারেশন সুন্দরবন’ এর অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘আজ আমি অনেক ইমোশনাল। যে কোনও সময় কেঁদে ফেলতে পারি। প্রায় তিন বছর পর (‘শাহেনশাহ’ ২০১৯) আমি আবারও নতুন ছবি মুক্তির খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক বছর পর একসঙ্গে এতো ক্যামেরা-সাংবাদিক দেখতে পারছি। সবচেয়ে বড় কথা, এত বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ছবিটির শুরু থেকে এ পর্যন্ত র‌্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য।

ফারিয়া এই ছবিকে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ হিসেবে দেখছেন। সেই ২০১৯ সাল থেকে এই ছবিটা আমার জীবনের অংশ হয়ে আছে। বাকী জীবনও তাই থাকবে।

অভিনেতা সিয়াম এই ছবি প্রসঙ্গে বলেন, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগেই অনেকে বলার চেষ্টা করছেন, এটি আসলে ডকুমেন্টারি ঘরানার কিছু হতে চলেছে। এর জবাবে সিয়াম স্পষ্ট করে বলেন, ‘এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ অনেকে। ‘র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র প্রযোজনায় ‘অপারেশন সুন্দরবন’ নির্মাণ করেছেন পরিচালক দীপংকর দীপন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ