Search
Close this search box.
‘১১তম ইন্টারপা সম্মেলন’ উদ্বোধন করেছেন শেখ হাসিনা

উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ – প্রধানমন্ত্রী

উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ - প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুলিশ একাডেমিগুলোর (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিভিন্ন দেশের পুলিশ একাডেমির সমন্বয়ে গঠিত ইন্টারপা একটি মাইলফলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানদের নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী এই ‘১১তম ইন্টারপা সম্মেলন’ উদ্বোধন করেছেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ ইন্টারপা সম্মেলন। ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান এ ইন্টারপার সদস্য। এর সদর দফতর তুরস্কে। এটি প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। গত বছর ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুরস্কে। কনফারেন্সে অংশ নেয়া বিভিন্ন দেশের পুলিশ একাডেমির প্রধানরা মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।

ঢাকায় শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমি (ইন্টারপার) ১১তম বার্ষিক সম্মেলন। এতে বাংলাদেশসহ ৪৫ দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানরাসহ ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সভাপতিত্ব করেন আইজিপি বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারপার প্রেসিডেন্ট এবং তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ড. ইলমাজ কোলাক।

ইন্টারপা সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্ত-সম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’। সম্মেলনের শেষ দিন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সম্মেলনের বেশ কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে। এছাড়া বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধরনের পুলিশিং কার্যক্রম এবং কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ