স্টাফ রিপোর্টার- হযরত মুহাম্মদ (সাঃ) কর্ম ও জীবনাদর্শের উপর আলোচনার মধ্য দিয়ে ডেসকো’র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
‘ ইসলামে নারীকে সবথেকে বেশী মর্যাদা দেয়া হয়েছে। নারীর অর্থনৈতিক সুরক্ষা ইসলামেই গুরুত্বসহকারে নির্দেশ করা হয়েছে। নারীদের সম্পত্তির অধিকার ইসলামেই প্রথম দেয়া হয়েছে। আমরা যেন সবসময় নবী করিম (সাঃ) এর জীবনধারা এবং আদর্শকে বুকে ধারন করে চলি।
আজ এই পবিত্র দিনে আসুন আমরা সকলে মিলে শপথ নেই, হযরত মুহাম্মদ (সাঃ) এর নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে চলি এবং উনার নির্দেশিত সমাজ ব্যবস্থা গড়ে তুলি’ বললেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী।
রবিবার ডেসকো কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় হযরত মুহাম্মদ (সাঃ) এর কর্ম ও জীবনাদর্শের উপর ডেসকো’র ট্রেনিং বিল্ডিং এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক এইচ আর এন্ড এডমিন খন্দকার জহিরুল ইসলাম বলেন, ১৯৩৫ সালে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়, ‘হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আইনপ্রণেতা। বিশ্বনবীর সারা জীবনটাই আলোচনার বিষয়। নবীজীর সংগ্রামের মূল বিষয়টি ছিল আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই।’ নবী করিম (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে আরো আলোচনা করেন ডেসকো’র নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিনসহ ডেসকো’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনার পর দোয়া প্রার্থনার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এসময় ডেসকোর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।