স্টাফ রিপোর্টার – আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে তিতাস, দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন ওয়ার্ড নং ১.২.৩ নিয়ে ১নং নং ওয়ার্ড। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে প্রর্থীদের প্রচার প্রচারনার মধ্য দিয়ে।
এ পদে প্রতিদ্বন্দিতা করছেন তিতাস উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্মানিত ভোটার মেম্বার ও চেয়ারম্যানদের কাছে হাজির হচ্ছেন, কুশল বিনিময় করছেন। তবে ভোটারদের বক্তব্য স্পষ্ট, তারা বলছেন বিগত দিনে যে প্রার্থী মাঠে ছিল ও জনগনের সাথে সম্পৃক্ত ছিল, সুখে-দু:খে পাশে দাঁড়িয়েছে তাকেই তারা বেছে নেবেন।
এদিকে জনমত জরিপে ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ফুটবল মার্কার প্রার্থী মোসা: নুরুন নাহার পারভীন অনেক এগিয়ে আছেন। দাউদকান্দি, মেঘনা ও তিতাসের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা বলেন নুরুন নাহার পারভীন হলো সৎ যোগ্য ও পরোপকারী মানুষ। একজন ভোটার বলেন, নুরুন নাহার পারভীন কে আমি ১০-১২ বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ জনগনের সুখে দুঃখে কাছে থাকতে দেখেছি।
নুরুন নাহার পারভীন বলেন, মান-সম্মান, নেতৃত্ব সবই আল্লাহর হাতে। আমরা হলাম জনগনের কর্মী, আমরা রাজনীতি করি জনগনের জন্য, আমি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে কাজ করে চলেছি। গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকেই শিখেছি জনগনকে ভালোবাসতে। শুনেছি সাধারণ মানুষের মনের কথা। আমি সাংবাদিকদের মাধ্যমে জনগনের দোয়া চাই,ও সম্মানিত ভোটারদের কাছে ফুটবল মার্কায় ভোট চাই।
এই বিষয়ে জানতে চাইলে নুরন নাহার পারভীনের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফকির (সাগর) বলেন, আমার বাবা মরহুম সামছু উদ্দিন ফকির গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, তিনি অবিভক্ত দাউদকান্দি উপজেলার গন মানুষের নেতা ছিলেন, অবিভক্ত দাউদকান্দি উপজেলার কোনো মানুষ আমার বাবার কাছ থেকে খালি হাতে ফেরেননি। তিনি অবিভক্ত দাউদকান্দি উপজেলার গরীবের চেয়ারম্যান নামে খ্যাত ছিলেন। অর্থের মোহ কখনো তাকে স্পর্শ করেনি।
উনার সততার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিলেন। বাবার মুখে শোনা, বঙ্গবন্ধু পারভীন আপাকে কোলে নিয়ে বলেছিলেন, ফকির তোমার এই মেয়ে বড় হয়ে একদিন তোমার মতো রাজনীতিবিদ হবে, জনগণের মনে স্থান করে নিবে। আল্লাহর অশেষ রহমতে আমরা রাজনীতি করি শুধু মানুষের কল্যাণের জন্য, আমরা কখনও অর্থ বিত্তের পিছনে ছুটি না। আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি আমার বোন নির্বাচিত হতে পারলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ।
এই এলাকার ভোটারগণ খুবই সচেতন, উনারা ভোট দেয়ার ক্ষেত্রে ফুটবল মার্কাতেই ভোট দিবেন এবং বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এলাকাবাসী একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় রয়েছে।