Search
Close this search box.

পাকিস্তানকে হুংকার দিল ইংল্যান্ড

পাকিস্তানকে হুংকার দিল ইংল্যান্ড

মিথুন আশরাফ – টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান ও ইংল্যান্ড। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে নামার আগে পাকিস্তানকে হুংকার দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আমরা খুবই বিপজ্জনক দল।’

ফাইনালের আগে পাকিস্তানকে হুঁশিয়ার করলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সেমিফাইনালে বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে উড়িয়ে দেওয়ার পর বাটলার বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। যখন তারা পারফর্ম করে আমাদের হারানো কঠিন হয়ে যায়। আমরা খুবই বিপজ্জনক একটা দল। যাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।’

আর ফাইনালে পাকিস্তানের বোলাররাও ছেড়ে কথা বলবে না ইংলিশ ব্যাটারদের। পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন বলেছেন, ‘ভালো মানের ব্যাটারদের বিরুদ্ধে ভালো মানের বোলার। ফাইনালের ব্যাপারটা তাই নয় কি?’
হেইডেন বলেন, ‘আমাদের চারজন পেসার রয়েছে, যারা ইমপ্যাক্ট রাখতে সক্ষম এবং ২০ ওভারের মধ্যে কার্যকরী ধস নামাতে পারে। আমার মনে হয়, এই জিনিসটা গত রাতে (বৃহস্পতিবার) ভারত মিস করেছে। স্পিন বোলিংয়েও একজন লেগস্পিনার, ষষ্ঠ বোলারের ঘাটতি ছিল ওদের। পাকিস্তানের ছয়টি জেনুইন অপশন আছে। প্রয়োজন হলে সপ্তম বোলার ইফতিকেও (ইফতিখার আহমেদ) কাজে লাগানো যেতে পারে।’

পাকিস্তান ও ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে ওঠায় ৩০ বছরের পুরোনো স্মৃতি আবার সামনে চলে আসে। ১৯৯২ সালে এই ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল ইমরান খানের পাকিস্তান। এবারও সেই আশা করা হচ্ছে। দুই দল একবারই কোন বিশ্বকাপের ফাইনালে লড়াই করে। পাকিস্তানেরই জয় হয়। এবার কী হবে?

মজার ব্যাপার হচ্ছে, সেবারের মতো এবারও ফাইনাল হবে মেলবোর্নে। পাকিস্তানের ’৯২ বিশ্বকাপ জয়ের নায়ক ওয়াসিম আকরাম গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাবর-শাহিনদের নির্ভার থাকার পরামর্শ দিয়েছেন। লড়াই করে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করা পাকিস্তানকে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে আকরাম বলেছেন, ‘এটা অনেক বড় একটা দিন। এ জন্যই তো আমরা খেলি। প্রথমত, দেশকে প্রতিনিধিত্ব করা আপনার স্বপ্ন। এরপর বিশ্বকাপ ফাইনালে খেলা, এটা অনেক বড় একটা ব্যাপার। তাই আগে পাকিস্তান ও ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে হয়। তারা এটা করে দেখিয়েছে।

আকরামের মতে, ফাইনালে পাকিস্তান স্বাগতিক দর্শকদের দারুণ সমর্থন পাবে। আকরাম বলেছেন, ‘বিষয়টাকে খুব স্বাভাবিক রাখতে হবে। মাঠে গিয়ে স্রেফ উপভোগ করা। আমি আরেকটি গোপন বিষয় বলতে পারি, গোটা অস্ট্রেলিয়া কিন্তু পাকিস্তান দলকে সমর্থন দেবে। এর কারণ হচ্ছে ইংল্যান্ড। এমনটা ঘটেছিল ’৯২ বিশ্বকাপের ফাইনালেও। যদি ৮৯ হাজার দর্শক উপস্থিত থাকে, তবে এর মধ্যে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ছিল। তারা পরিকল্পনা করে টিকিট আগেই নিয়ে নেয়। আমাদের মতো শেষ মুহূর্তে এসে ওরা টিকিট খোঁজে না।’

ফাইনালের দিন মাঠে নেমে কেমন অনুভব করেছিলেন, তা জানাতে গিয়ে বাবর-শাহিনদের উদ্দেশে আকরাম বলেছেন, ‘পাকিস্তান দারুণ পরিশ্রম করেছে। তাদের উচিত দিনটাকে উপভোগ করা, পরিবেশটাকে উপভোগ করা। নির্ভার থাকতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ৩০ বছর আগে আমি কেমন বোধ করেছিলাম, আমি অনেকবার সাক্ষাৎকারে বলেছি। সে দিনটাতে আমি বেশ হালকা বোধ করেছিলাম। মাঠে নেমে আমি কোনো চাপ নিইনি। বিশ্বকাপ ফাইনাল ভেবে বাড়তি চাপও রাখিনি। আমি আশা করি, আমাদের খেলোয়াড়েরাও অনুভব করবে যে তারা দারুণ কিছু করতে পারবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ