মিথুন আশরাফ
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ফাইনালের আগে বলেছিলেন, বিশ্বকাপে আর খেলা হবে না। চ্যাম্পিয়ন হতেই খেলা চালানোর সুসংবাদ দিলেন। সাথে মেসি বলেন, আমি জানতাম এক পর্যায়ে ঈশ^র আমাকে এটি (শিরোপা) দিতে চলেছেন। বয়স ৩৫ হলেও এখনো দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে আছেন। বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বলও।
বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’
এরপরই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো।’
মার্কার প্রতিবেদনে বলা হয়, মেসি সাংবাদিকদের বলেন, ‘ম্যাচটি চিত্তাকর্ষকভাবে শেষ হয়েছে। ম্যাচটি যে এভাবে শেষ হবে তা আমি জানতাম। আমি জানতাম এক পর্যায়ে ঈশ্বর আমাকে এটি দিতে চলেছেন এবং কেন আমি তা জানি না, তবে আমি অনুভব করেছি। আবারও ঈশ্বর আমাকে খুব খুশি করল।’
মেসি উল্লেখ করেছেন যে ফ্রান্সের সাথে ম্যাচটি ‘খুবই অদ্ভুত’ ছিল কারণ ইউরোপীয় দল দুইবার সমতা ফিরিয়ে এনেছিলো, ঠিক যেমন কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের ম্যাচে দেখা গেছে। বিশ্বকাপকে আকাশে তোলার পরপরই মেসি বলেন, ‘আমরা এটা চেয়েছিলাম, শেষ পর্যন্ত তা আমরা পেয়েছি। আমরা অনেক কষ্ট পেলেও আমরা তা করে দেখিয়েছি। গোটা আর্জেন্টিনা এর জন্য পাগল ছিলো।’ পঞ্চমবারের চেষ্টায় অবশেষে বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন ফুটবলের মহারাজা লিওনেল মেসি। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ফাইনাল দ্বৈরথ সব নাটকীয়তাকেই যেন হার মানায়। মেসিদের এ রোমাঞ্চকর জয়ের দিনে অনেকে ভেবেছেন অবসরে যেতে পারেন এ কিংবদন্তি। কিন্তু তিনি জানিয়ে দেন, অবসরে যাচ্ছেন না। সাথে মেসি বলেন, আমি জানতাম এক পর্যায়ে ঈশ^র আমাকে এটি (শিরোপা) দিতে চলেছেন।
মেসির সাফল্য
ফুটবল বিশ্বকাপ : ১।
বিশ্বকাপে সোনার বল জয় : ২।
কোপা আমেরিকা : ১।
অলিম্পিক্স : ১ সোনা।
ব্যালন ডি’অর : ৭।
চ্যাম্পিয়ন্স লিগ : ৪।
লা লিগা (স্পেনের ঘরোয়া লিগ) : ১০।
লিগ ওয়ান (ফ্রান্সের ঘরোয়া লিগ) : ১।
মোট ম্যাচ : ১,০০৩।
মোট গোল : ৭৯৩।
বিশ্বকাপে গোলের সংখ্যা : ১৩ (আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ)। সেইসাথে আটটি অ্যাসিস্ট করেছেন। যা ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে সর্বোচ্চ।