Search
Close this search box.

আমাদের অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে- প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার- আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আপনারা সবাই বিজ্ঞ আইনজীবী। ইদানীং দেখা যাচ্ছে আমরা কেন যেন সবাই অসহিষ্ণু হয়ে পড়ছি। আমাদের এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বার ও বেঞ্চ হলো একটি পাখির দুটি ডানা— উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘একটি যদি ফেল করে আরেকটি অটোমেটিক্যালি কলাপস করবে। বার যদি বেঞ্চকে সম্মান করে, তাহলে বেঞ্চ সম্মানিত হবে। আর বেঞ্চ যদি আইনজীবীদের সম্মানিত করে, তাহলে আইনজীবীরা সম্মানিত হবে।

তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকের দায়িত্ব এই বিচার বিভাগকে সংরক্ষণ, হেফাজত ও শক্তিশালী করা। কারও একার পক্ষে এটি সম্ভব না। আমরা সবাই অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধারণ করে… বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাবো ও বিচার বিভাগকে গতিশীল করব।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এটা শুনতে চাই না যে কারণে-অকারণে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমি কার দোষ, কার গুণ সেটি বলতে চাই না। কিন্তু বলতে এটাই চাই যে আসুন আমরা এমন কোনো আচরণ করব না, যাতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়, যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় এ দেশের ১৮ কোটি মানুষ। আমি সেই আশাবাদ ব্যক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছি।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ