Search
Close this search box.

৩৩ দিনে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

২৯ দিনে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার – জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর ৩৩ দিনে মেট্রোরেলে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। চড়েছেন প্রায় ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। মঙ্গলবার রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। এই সময়ে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এ সময় তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পিতলগঞ্জে এমআরটি লাইন-১ এর ডিপোর নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

প্রথমদিকে উত্তরা টু আগারগাঁওয় সরাসরি চলাচল করলেও তৃতীয় স্টেশন হিসেবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে পল্লবী স্টেশন।

অবশ্য মেট্রোরেলে মিলছে না প্রত্যাশিত সংখ্যক যাত্রী। উদ্বোধনের পর প্রথম কদিন যাত্রীচাপ ছিল আশাব্যঞ্জক। মাস না পেরোতেই দৃশ্যপট পাল্টে গেছে। এখন স্টেশন ও প্ল্যাটফর্মগুলো দিনের বেশিরভাগ সময় ফাঁকা থাকছে। সাধারণত ব্যস্ততম নগরী ঢাকায় সরকারি ছুটির দিনে গণপরিবহনে ভিড় কিছুটা কম থাকে। কিন্তু মেট্রোরেলে দেখা যায় বিপরীত চিত্র। শুক্র ও শনিবার মেট্রোরেলে যাত্রীদের ভিড় বাড়ে। তবে এই যাত্রীদের বেশিরভাগই বিনোদনপ্রেমী। অথচ সপ্তাহের বাকি পাঁচদিন সরকারি অফিস খোলা থাকলেও মেট্রোরেলে থাকে যাত্রীসংকট। অধিকাংশ কোচ থাকে যাত্রীশূন্য। নির্ধারিত সময়ে ট্রেন স্টেশন ছাড়ছে। তবে যাত্রীসংখ্যা খুবই কম। এমনকি টিকিট কাউন্টারগুলো বেশ ফাঁকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ