Search
Close this search box.

এক পাসেই মেট্রোরেল ও নগর পরিবহনে চলা যাবে

এক পাসেই মেট্রোরেল ও নগর পরিবহনে চলা যাবে

স্টাফ রিপোর্টার – মেট্রোরেলের এমআরটি পাস ব্যবহার করে ঢাকা নগর পরিবহনের বাসেও চলাচল করা যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি’র মেয়র এ কথা জানান। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র এমন জানান।

আতিকুল ইসলাম বলেন, একটি কার্ড ব্যবহার করেই নগরবাসী মেট্রোরেল ও ঢাকা নগর পরিবহনে চলতে পারবেন। মেট্রোরেলে যাত্রীরা যে র‌্যাপিড পাস নিয়ে চলছেন, সেই পাস দিয়েই নগর পরিবহনের সকল বাসে চলতে পারবেন— এমন সিদ্ধান্তই হয়েছে আজকের বৈঠকে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য ২৪ ও ২৫ নম্বর যাত্রাপথ চালু করার সিদ্ধান্ত হয়েছে। তারা যেন বাস থেকে নেমে মেট্রোরেলে উঠতে পারেন এবং মেট্রোরেল থেকে নেমে বাস ব্যবহার করতে পারেন, সেটা বিবেচনা করে এই দুই রুট। এই দুই রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস চলবে। নগরীর ২১, ২২ ও ২৬ নম্বর রুটে প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী চলাচল করছে। এসময় নগরবাসীকে টিকিট কেটে বাসে ওঠার আহ্বান জানান মেয়র আতিক।

চলমান রুটগুলোর অনিয়ম দুর্নীতির বিষয়ে জানানো হলে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, কিছু ব্যত্যয় আমরা লক্ষ্য করেছি। এই ব্যত্যয়ের বিষয়ে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। টিকিট না কেটে বাসে উঠার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। টিকিট বিহীন যাত্রী নেওয়ার জন্য ২২ নম্বর রুটের কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ট্রান্সসিলভা পরিবহনের বাস ২০টা থেকে এখন চারটা চলছে। ট্রান্সসিলভাকে আমরা শেষ বারের মতো কারণ দর্শনোর ১৫ দিনের সময় দেব। তারা নীতিমালা অনুযায়ী না চললে আমরা তাদের সঙ্গে চুক্তি বাতিল করব।
অন্যদিকে গত জানুয়ারি মাসে বাণিজ্য মেলায় যাওয়া-আসার জন্য বিআরটিসির বাস ভাড়া দেওয়ার বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, বিআরটিসি আমাদের নিশ্চিত করেছে তারা নগর পরিবহনের বাস নগর পরিবহনেই চালাবে। এই বাসগুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ