স্পোর্টস রিপোর্টার – ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, তা আসলে কেউই ভাবেনি। তবে সেই স্বপ্নই বাস্তব হয়ে গেছে। স্বপ্নজয়ের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও বলেছেন, হোয়াইটওয়াশ করার কথা চিন্তা করিনি।
কয়েক মাস আগেই বিশ্বকাপ জিতে এসেছিল ইংল্যান্ড। তাদের বিপক্ষে সিরিজ জেতাও ছিল স্বপ্নের মতো ব্যাপার। সেই দলকে হোয়াইটওয়াশই করে দিল বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই মধুর সাফল্য পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টেস্ট খেলুড়ে কোন দলকে প্রথমবার হোয়াইটওয়াশ করে ইতিহাসও গড়ল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘নাহ। ওভাবে ছিল না। কিন্তু সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি আমাদের ম্যাচ জিততে হবে বা এমন কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখা, বোলিংয়ে, ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছে। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ ডিফারেন্স মেক করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।’
এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে ওই সিরিজগুলো নিয়ে অনেক ধরনের নেতিবাচকতা ছড়িয়েছে। এবারেরটা কি এগিয়ে রাখবেন? সাকিব বলেছেন, ‘আসলে তুলনা করতে চাই না কোনো সিরিজের সঙ্গে কোনো সিরিজ। প্রতিটা ম্যাচ জেতা আমাদের জন্য জেতা গুরুত্বপূর্ণ। যেভাবে খেলি জিতেছি, বিশেষত টি-টোয়েন্টিতে খুব বেশি সময় করিনি। ওদিক থেকে আমরা সন্তুষ্ট।’
বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে সাকিব বলেছেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা…খুব বেশি গ্যাপ যায়নি সেটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’
ক্রিকেট মানে কেবল ব্যাট-বলের খেলা নয়, সেখানে ভালো ফিল্ডিং ও নিখুঁত পরিকল্পনাও জরুরি। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে এমনটাই প্রমাণিত হয়েছে। পুরো সিরিজজুড়ে দুর্দান্ত ফিল্ডিং ও পরিকল্পনা সাজিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সে হিসেবে বাংলাদেশ দল এশিয়ার সেরা দল বলতে বাধ্য হয়েছেন অধিনায়ক সাকিব।
সাকিব বলেন, ‘আমার মনে হয়, সাধারণ যে কোনো মানুষের চোখে পড়ার মতো ছিল আমাদের ফিল্ডিংয়ের বিষয়টি। এই তিনটি ম্যাচেই বাংলাদেশ ভালো ফিল্ডিং করেছে। এমনকি ইংল্যান্ড এত ভালো দল, তাদের থেকেও আমরা ভালো করেছি। এই জায়গা থেকে এটি বড় একটি টিক মার্ক।’
বাংলাদেশের ফিল্ডিং প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটি আমাদের সবসময় করা উচিত। আমাদের দলের পরিকল্পনা ছিল যেন আমরা এশিয়ার সেরা ফিল্ডিং দল হতে পারি। আমার মনে হয় না বেশি দূরে আছি। এই দলকে আমি বলব এশিয়ার সেরা ফিল্ডিং দল।’ সে সময়ে মজা করে সাকিব বলেন, ‘আমাকে বাদে যদিও।’