Search
Close this search box.

ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক – তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার – তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন, বিশ্বব্যাংক নিজেদের ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন ফিরিয়ে নিয়ে ভুল করেছিল। সেই ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তারা। বিশ্বব্যাংক এর আগেও বিভিন্ন সহায়তা করতে চাইলেও বাংলাদেশ তা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ সাহায্য করতে চাইলেই নিতে হবে সেটি নয়। কোন সাহায্য নেয়া হবে আর কোনটি নেয়া হবে না, সেই সিদ্ধান্ত নেয়ার সাহস এবং সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। সাহস ও সামর্থ্য অর্জন করায় আইএমএফ ও বিশ্বব্যাংক তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।

বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন জানিয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ। শ্রমিকের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের শ্রমিকের অধিকার ভুলুন্ঠিত করেছে বিএনপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করার সংস্কৃতিও দেশে জিয়াউর রহমানই চালু করেছে।

নতুন করে ২.৫ মিলিয়ন ডলারের সহায়তা চুক্তিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আইএমএফ-এর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। শুধু সরকারের সমালোচনা না করে বিএনপির মহাসচিব ইসলাম মির্জা ফখরুল ইসলামকে আইএমএফ এবং বিশ্বব্যাংক কি বলছে তার দিকে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অব্যাহত থাকা প্রয়োজন, সেটা আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বক্তব্যে পরিষ্কার। সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, তাদের অনেকগুলো দাবি যৌক্তিক এবং দ্রুত সময়ে নিষ্পত্তি সম্ভব। এর মধ্যে নিয়মিত বেতন-ভাতা না দেওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুত, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা– এই দাবিগুলো দ্রুত সময়ে মেনে নেওয়া সম্ভব। এসময় সংবাদপত্র শ্রমিক ফেডারেশন সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ