Search
Close this search box.

ওমানকে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

৩৩২ রানের বড় পুঁজি। তারপরও ম্যাচের শেষ সময় পর্যন্ত দুশ্চিন্তায় ছিল জিম্বাবুইয়ানরা। ওমান যে বেশ বড় চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছিল তাদের। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রেইগ আরভিনের দল। বৃহস্পতিবার বুলাওয়েতে বিশ্বকাপ বাছাইয়ে ওমানকে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। সুপার সিক্সে তিন ম্যাচের তিনটিই জিতে বিশ্বকাপের দোরগোড়ায় তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শন উইলিয়ামসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩২ রান তোলে জিম্বাবুয়ে। উইলিয়ামস ১০৩ বলে ১৪ চার আর ৩ ছক্কায় খেলেন ১৪২ রানের ইনিংস। এছাড়া সিকান্দার রাজা ৪৯ বলে ৪২ আর শেষদিকে নেমে লুক জঙউই ২৮ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।

জবাবে ওপেনার কাশপ প্রজাপতির ব্যাটে চড়ে রান তাড়ায় দারুণ লড়াই করে ওমান। একটা সময় ২ উইকেটেই ছিল ১৯০ রান। ৯৭ বলে ১২ চার আর ১ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে ৩৫তম ওভারে প্রজাপতি যখন আউট হয়েছেন, তখনও রান তাড়ায় বেশ ভালোভাবে ছিল ওমান।

৪৮ ওভারে ৮ উইকেটে তিনশোর গণ্ডি পার হয় ওমান। শেষ দুই ওভারে তাদের দরকার পড়ে ৩২ রান। ব্যাটিং সহায়ক পিচে অসম্ভব ছিল না। তবে জিম্বাবুয়ের পেসার এনগারাভা ৪৯তম ওভারে দেন মাত্র ৩ রান। ফলে শেষ ওভারে চাতারা ১৪ খরচ করলেও জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

৩টি করে উইকেট নেন চাতারা আর ব্লেসিং মুজারবানি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ