Search
Close this search box.

শাহজালালে বিকল্প রানওয়ে তৈরির পরিকল্পনা

দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে, নতুন পরিকল্পিত এই রানওয়ে আলাদা নয় বরং মূল রানওয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ইতোমধ্যে রানওয়েটি নির্মাণের ফিজিবিলিটি স্টাডি (সক্ষমতা যাচাই) শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহজালালে দ্বিতীয় বা বিকল্প রানওয়ে নির্মাণের এ উদ্যোগ নতুন নয়।

এর আগেও অন্তত দুবারপ্রথমে ১৯৯৬ ও পরে ২০০৯ সালে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনোবারই সেটি সফলতার মুখ দেখেনি।

সে সময় রানওয়ে তৈরির সম্ভাব্যতা যাচাইয়ে বেবিচকের তৎকালীন সদস্য এ কে এম মাহাবুব আলমকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, এই বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ