ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের চত্বর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। হাসপাতাল এলাকাতেই থাকতেন।
বৃহস্পতিবার রাত দেড়টার আগে যেকোনো সময় অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।