রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় ইমন খন্দকার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনা আরও একজন আহত হন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মিঠু জানান, মুগদার দক্ষিণ মান্ডা আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন ইমন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন ঢামেকে চিকিৎসাধীন।
নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কমলনই কুঠিপাড়ায়। তার বাবার নাম তোফাজ্জল খন্দকার। বর্তমানে মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।