ইন্টার মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে ক্লাবটিকে। সদ্য ইউএস ওপেন কাপের শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার মেজর লিগ সকারেও হোঁটচ খেল টাটা মার্টিনোর শিষ্যরা।
রোববার (১ অক্টোবর) নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে নাটকীয়ভাবে ১-১ গোলের ড্র করে মায়ামি। কোনোমতে হার এড়ালেও এমএলএসের প্লে-অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ক্লাবটি। মায়ামির হয়ে গোল করেন টমাস আভিলেস।
লিওনেল মেসিকে ছাড়া পুরোপুরি এলোমেলো ইন্টার মায়ামি। চোটের কারণে ইউএস ওপেন কাপের ফাইনালে মাঠে নামতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। চোট আক্রান্ত মেসি কবে মাঠে ফিরতে পারবেন তাও অনিশ্চিত। জানা গেছে, মেসির ডান পায়ের পেছনের অংশে এখনও ব্যথা রয়েছে। এমন অবস্থায় নিউইয়র্ক সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নামানোর ঝুঁকি নেয়নি মায়ামির কোচ মার্টিনো।
মেসির অভাবটা ম্যাচের শুরু থেকেই ভালো টের পেয়েছে মায়ামি। বল নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে ক্লাবটিকে। যে সুযোগ একের পর এক আক্রমণ করেছে নিউইয়র্ক সিটি। যদিও কোনোমতেই দলটি গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধে কোনো দলই লক্ষ্যে কোনো শট করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে কিছু ছন্দ ফিরে আসে মায়ামির খেলায়। দারুণ কিছু আক্রমণের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মায়ামি। ম্যাচের ৬৬তম মিনিটে ফ্রি-কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নিউ ইয়র্ক এফসির। তবে মায়ামি গোলরক্ষক ক্যালান্ডার সহজেই তা তালুবন্দী করেন।
যদিও পরবর্তীতে প্রতি আক্রমণে ঠিকই এগিয়ে যায় নিউইয়র্ক সিটি। ম্যাচের ৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শটে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন সান্তিয়াগো রদ্রিগেজ। যার সুবাদে ১-০ গোলের লিড নেয় নিউইয়র্ক সিটি। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামিও।
যোগ করা সময়ে টমাস আভিলেসের গোলে হার এড়ায় মায়ামি। টেইলরের নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান আভিলেস। এই গোলেই কোনোমতে হার এড়ায় ক্লাবটি। ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে মায়ামি।