Search
Close this search box.

ফরিদপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহাজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, এনজিও ব্যক্তিত্ব কাজী আশরাফুল হাসান, আনম ফজলুল হাদী সাব্বিরসহ জেলার বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের প্রধানগণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ