Search
Close this search box.

গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার  টুঙ্গিপাড়া  প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানের নগদ টাকা তুলে দেন।

এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা  প্রকাশ চক্রবর্তী, প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সাঈদ আহমেদ, সুমাইয়া আক্তার, তানভীর হোসেন, আরিফুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় ২৪০ প্রশিক্ষণার্থীর হাতে সম্মানীর নগদ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ