Search
Close this search box.

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট

বশেষে নানা প্রচেষ্টার পর অলিম্পিকে ফেরানো গেল ক্রিকেট ইভেন্ট। ১৯০০ সালের অলিম্পিকে প্রথমবার ক্রিকেট ইভেন্ট রাখা হয়েছিল। সেই আসরে চারটি দেশ গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম দিয়েছিল ক্রিকেট ইভেন্টে। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি ম্যাচ হয়, যা ফাইনাল হিসেবে ধরা হয়। এবং ওটাই শেষবার ছিল।

শেষ পর্যন্ত ২০২৮ সালের অলিম্পিক দিয়ে দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট। লম্বা সময় ধরে অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল। ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আইসিসি একাত্মতা প্রকাশ করেছিল অলিম্পিকে ক্রিকেট যুক্ত করা নিয়ে।

শেষ পর্যন্ত চূড়ান্ত হলো। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাকের নেতৃত্বে বৈঠকে প্রস্তাব মেনে নেওয়া হয়। ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ইভেন্ট রাখা হয়েছে। যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।২০২৮ অলিম্পিকে শুধু ক্রিকেট নয়, যোগ হয়েছে আরও চারটি খেলা। সেগুলো হলো, সফট বল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ