এবার পূজামণ্ডপে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। পূজার নিরাপত্তায় আমরা কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এ বছর পূজামণ্ডপে কোনো শঙ্কা থাকবে না আশা করি।
ডিএমপি কমিশনার বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে। এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল বলেন, ‘দেশে এখনও অশুভ শক্তি সক্রিয় রয়েছে। তারা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছেন।’