Search
Close this search box.

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ভর্তি ১৮৫২, মৃত্যু আরও ১২ জনের

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৮৫২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪২৫ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে দুই লাখ ৫৮ হাজার ৯১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে পাঁচ জনের, ঢাকার বাইরে সাত জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৮৪ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৯৬ হাজার ৪০১ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৬২ হাজার ৫০১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৫০ হাজার ৮২ জন। এর মাঝে ঢাকায় ৯৩ হাজার ৫২১ এবং ঢাকার বাইরে এক লাখ ৫৬ হাজার ৫৬১ জন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ