Search
Close this search box.

পিটার হাসকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

যারা সংবিধানের ওপর আঘাত করছে, বিচার ব্যবস্থার ওপর আঘাত করছে তাদের আর ছাড় দেওয়া হবে না। ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। আর ১৪ দলের নেতারা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ ওপর ও পুলিশ হাসপাতালে হামলা প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে একে একে বক্তব্য রাখেন ১৪ দলের নেতারা।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ইসরায়েলী বাহিনীর মতো হামলা করেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল। এই হামলায় তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে

এসময় ১৪ দলের নেতারা বলেন, মার্কিন রাষ্ট্রদূত বিএনপির পক্ষে ওকালতি করছে। পিটার হাস রাষ্ট্রদূত হবার আর যোগ্যতা রাখে না। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য তাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানায় ১৪ দলের শরিকরা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ