Search
Close this search box.

তিন আসনে মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি গণমাধ্যমকে বলেন, রওশন এরশাদ গতকাল (২৪ নভেম্বর) দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করে তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি উনার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপার নেতা ডা. কে আর ইসলাম জন্য।

এদিকে মহাস‌চিব মু‌জিব হক চুন্নু বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) ম‌নোনয়ন ফরম বি‌ক্রি শেষ হ‌য়ে গে‌লেও শ‌নিবার (২৫ নভেম্বর) অনে‌কের অনু‌রো‌ধে কিছু ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০’র বে‌শি ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে।

এর আগে, গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দলটির মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চাইলে তার বাসায় মনোনয়ন ফরম পৌছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ