ইতিহাস গড়েছে উগান্ডা। প্রথমবার কোনও টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলতে নেমেই জয় পেয়েছে আফ্রিকার দেশটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখাল উগান্ডা।
জিম্বাবুয়ের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা দলটি।
নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাবে রোববার টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তিদওয়ানসে মারুমানির (০) উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপর শেন উইলিয়ামসন ২৪ বলে ২১ রান করে ফিরেন সাজঘরে। ওপেনার ইনোসেন্ট কাইয়াকে ২৩ রানে ফেরান নিওন্দো। তবে অধিনায়ক সিকান্দার রাজার ৩৯ বলে ৪৮ রানের ইনিংস আর রায়ান বার্লের ১৩ রান ছাড়া বাকি ব্যাটাররা পার হয়তে পারেননি দশ রানের কোঠা।
শেষ পর্যন্ত উগান্ডার বোলারদের তোপে ৭ উইকেটে ১৩৬ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন উগান্ডার বাঁহাতি পেসার দিনেশ নাকরানি। ২টি উইকেট নেন হ্যানরি নিওন্দো।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার সিমন সেসাজি (১) ও রোনাক প্যাটেলকে (৮) দলীয় ১২ রানের মধ্যে হারালেও তিনে নেমে ২৩ রানের ইনিংস খেলেন রজার মুকাসা।
চারে নেমে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন আলপেশ রামজানি। পাঁচ নম্বরে রিয়াজাত আলি শাহ ৫ চার ও এক ছক্কায় ২৮ বলে করেন ৪২ রান।
তবে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৪ রানের মূল্যবান ইনিংসে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন নাকরানি। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনিই।
তিন ম্যাচে দুই পরাজয়ে পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে ৫ নম্বরে জিম্বাবুয়ে। উগান্ডা সমান ম্যাচে দুই জয়ে উঠে গেল তিন নম্বরে।