Search
Close this search box.

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রটা বাংলাদেশ শুরু করল দুর্দান্ত এক জয়ে। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারালেও নিজেদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ। আজ সেই আক্ষেপও শেষ হলো।

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দলের দুই সেরা পেসার তাসকিন আহমেদ আর এবাদত হোসেন।

বলা যায় দলের সেরা খেলোয়াড়দের অনুপস্থিতিতেও তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এক নিমেষে যেন সব ভুলিয়ে দিলো। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৪৯ ওভার ব্যাট করতেই ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের বলে এজ হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসনকে ১১ রানে ফেরান তাইজুল ইসলাম। ওপেনার ডেভন কনওয়েকে ২২ রানে ফেরান তাইজুল।

মেহেদী হাসান মিরাজের বলে হ্যানরি নিকলসের (২) ফেরায় ভেঙে পড়ে কিউইদের টপ অর্ডার। ড্যারিল মিচেল একপাশ আগলে ধরলেও বাকিরা ব্যর্থ হয়েছেন। দিন শেষে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

গতকাল চতুর্থ দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকা মিচেলের সঙ্গে ছিলেন ইশ শোধি। আজ শেষ দিনে দুজনে খেলেছেন এক ঘণ্টারও বেশি সময়। আজ সকালে মিচেল তুলে নেন ফিফটি। তবে ৫৮ রান করে বিদায় নেন নাঈম হাসানের বল সুইপ খেলতে গিয়ে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে।

শেষের দিকে টিম সাউদি খেলেছেন ৩৪ রানের ইনিংস। তাকে ফিরিয়ে তাইজুল তুলে নেন ক্যারিয়ারে ১২তম ৫ উইকেট। শেষ উইকেটটাও নিয়েছেন তাইজুল, ফেরান ২২ রান করা শোধিকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস ৩১০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া সমান ৩৭ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন এবং মুমিনুল হক। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ৭ রানের লিড নেয় নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসনের ১০৪ রানের ইনিংস ছাড়াও ৪২ রান আসে ফিলিপস, ৪১ রান আসে ড্যারেল মিচেলের ব্যাটে। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন তাইজুল। ৪ রান দিয়ে ৩ উইকেট নেন মুমিনুল হক।

৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার জয় ও জাকির হাসানের উইকেট হারালেও শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টাইগার অধিনায়ক খেলেন ১০৫ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া মুশফিকুর রহিম করেন ৬৭ রান। মেহেদী মিরাজের ব্যাটে আসে ৫০ রান। তাতে ৩৩৮ রান করে ৩৩২ রানের লিড পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন আজাজ প্যাটেল। ২ উইকেট নেন ইশ শোধি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ