Search
Close this search box.

ঘূর্ণিঝড় মিচাং এখন গভীর নিম্নচাপ, ভারতে ১৭ প্রাণহানি

ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মিচাং’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দেশটির আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির শক্তি আরও কমে নিম্নচাপে পরিণত হতে পারে। আর পরবর্তী ৬ ঘণ্টায় শুধু সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে মিচাং।

গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে নিম্নচাপের জেরে বুধবার (৬ ডিসেম্বর) ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া ভারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী ও দক্ষিণ ওড়িশাতেও।

এদিকে মিচাংয়ের তাণ্ডবে বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ রাজ্য। দুই রাজ্যে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন। গত দুই দিনে তিন মাসের সমান বৃষ্টি হয়েছে চেন্নাইয়ে। শহরটিতে মঙ্গলবার বৃষ্টি কমলেও, এখনও পানিতে তলিয়ে রয়েছে বেশিরভাগ এলাকা।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে মিচাং। শেষ ৬ ঘণ্টায় সমুদ্রের উপর এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তবে আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ