Search
Close this search box.

সবাই ভোট প্রত্যাখ্যান করলে বিভিন্ন দেশ পর্যবেক্ষক পাঠাত না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রিজভীসহ গুটিকয়েক নেতা ভোট বর্জনের কথা বলেন। সবাই ভোট প্রত্যাখ্যান করলে বিভিন্ন দেশ পর্যবেক্ষক পাঠাত না।

বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ করেছে। ১৭ কোটি মানুষের দেশে এখন ১৯ কোটি মোবাইল সিম। সত্যিকার ডিজিটাল বাংলাদেশ বলেই এটা সম্ভব হয়েছে। গ্রামের বেশিরভাগ এলাকায় শহরের সুবিধা পৌঁছে গেছে। সরকার গঠন করতে পারলে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ।তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে দ্রব্যমূল্য সব সময় বেড়েছে। দেশে দ্রব্যমূল্য যতটা বেড়েছে তারচেয়ে বেশি ক্রয়ক্ষমতা বেড়েছে। তবে সিন্ডিকেট ও মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে কঠোর হবে সরকার।সিপিডির গবেষণা রিপোর্ট পরিপূর্ণ নয় দাবি করে তিনি বলেন, টিআইবি অনেক তথ্য গোপন করেছে। কারো বিরুদ্ধে তথ্য থাকলে তারা নাম প্রকাশ করুক। পদ্মা সেতুর সময়ও বিভিন্ন রিপোর্ট করে তারা। সরকারকে বেকায়দায় ফেলতে নানান কর্মকাণ্ড করে।নির্বাচনবিরোধী প্রচারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও কেউ যদি প্রচারণা করে সেটি ইসি দেখবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ