বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল। অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল।
এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব।
বৃষ্টির আগে ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামা এই ম্যাচে চোটের কারণে লিটন দাসকে পাচ্ছেন না বাংলাদেশ। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শামীম হোসেন। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেফার্ট (উইকেট রক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।