মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তরিকুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত তরিকুলের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
পরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে বসে প্রতিবাদ সমাবেশ করে তারা।
এ সময় অভিযোগ করা হয় এ ঘটনায় নিহতের ভাই বায়জিদ বেপারী বাদী হয়ে গতকাল সোমবার আটজনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচনের দিন গত রোববার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের তরিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করে একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহির।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।