Search
Close this search box.

ভুটানে সরকার গঠন করছে শেরিং তোবগে

ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের (৫৮) নেতৃত্বাধীন উদারপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নতুন সরকার গঠন করতে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ের ভোটে ৪৭ আসনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে দলটি। অন্যদিকে, ১৭ আসন পেয়েছে বিটিপি। খবর রয়টার্সের

বুধবার (১০ জানুয়ারি) দেশটির নির্বাচনি সংস্থার অস্থায়ী ফলাফলে এ তথ্য জানা যায়।

ভুটানে দুইটি পর্যায়ে ভোট হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুইটি দল দ্বিতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

Heartiest congratulations to my friend @tsheringtobgay and the People’s Democratic Party for winning the parliamentary elections in Bhutan. Look forward to working together again to further strengthen our unique ties of friendship and cooperation.— Narendra Modi (@narendramodi) January 9, 2024

ফলাফল প্রকাশিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘আমার বন্ধু শেরিং তোবগে ও তার পিপলস ডেমোক্রেটিক পার্টি ভোটে জেতায় তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আবার একযোগে কাজ করাতে মুখিয়ে আছি। আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার অনন্য বন্ধন রয়েছে।’

পিডিপি ২০০৭ সালে শেরিং তোবগে দ্বারা গঠিত হয়েছিল। তিনি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এবার দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের জন্য নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন তোবগে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ