বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ হেরেছে খুলনা টাইগার্সের কাছে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে শুরুটা রাঙাল খুলনা।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আনামুল হক বিজয়কে (৯) হারায় খুলনা। এরপর এভিন লুইস ১২ আর শাই হোপ সাজঘরে ফিরেন ৯ রান করে।
টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়লে শুরুর ধাক্কা সামলান আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। দুজনের জুটি থেকে আসে ৫১ বলে ৪৬ রান।
আফিফকে ২৬ (২৮) রানে ফেরান নিহাদুজ্জামান। হাবিবুর রহমানকে ৩ রানে ফেরান বিলাল খান। শাই হোপ একপাশ আগলে রেখে করেন ৪৪ বলে ৩৯ রান।
শেষ দিকে ফাহিম আশরাফের অপরাজিত ১৫ রানে ভর করে ১.৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স।
চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন আল মাইন ও শহিদুল ইসলাম। ১ উইকেট করে নেন বিলাল ও নিহাদুজ্জামান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ (৩১) রানের ইনিংস খেলেন আট নম্বরে ব্যাট করতে নামা শহিদুল। এছাড়া ২৪ রান আসে নাজিবুল্লাহ’র ব্যাটে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান করে চট্টগ্রাম।
খুলনার হয়ে ৪ উইকেট নেন নাহিদুল ইসলাম। ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ২টি নেন ওশানে থমাস ও ১টি উইকেট নেন নাসুম আহমেদ।