Search
Close this search box.

গণতন্ত্র না থাকায় ধনী-গরীবের বৈষম্য বাড়ছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় ধনী-গরীবের বৈষম্য ক্রমশ বাড়ছে। সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের শতকরা পাঁচ ভাগ মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করছে। কারণ, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনের প্রয়োজন নেই বর্তমান সরকারের। ফলে তারা ভোটেই বিশ্বাস করে না। যদি ভোটের প্রয়োজন হতো তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করত, ৭ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতো না।

তিনি বলেন, এই অবস্থার পরিবর্তনে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ