ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হারুনর রশিদ। বেশ কয়েকদিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি করেছেন হারুনর রশিদের মেয়ে রোমানা রশীদ।
রোমানা রশীদ বলেন, ‘আব্বা গত ২৭ দিন অসুস্থ। ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর আব্বাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরশু দিনও আব্বা আমার সঙ্গে কথা বলেছিলেন। গতকাল রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’ হারুনর রশিদকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরে সমাহিত করা হবে বলেও জানান রোমানা।এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা লিখেছেন, ‘তিনি (হারুনর রশিদ) বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’হারুনর রশিদ ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেঘের অনেক রং’সিনেমা দিয়ে চলচ্চিত্র ভুবনে যাত্রা শুরু করেন। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি ‘রূপবান কন্যা’ ও ‘গুনাইবিবি’সহ অনেক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন।