Search
Close this search box.

১১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ভ্রমণ বন্ধ থাকবে।

এর আগে, বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পরামর্শ দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।

এ সময় বিজিবি প্রধান টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এটি কমনসেন্সের বিষয়। কয়দিন পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ না করলে তেমন ক্ষতি হবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণকে আতঙ্কিত করতে চাই না। সীমান্তকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ