Search
Close this search box.

ভারত পাশের দেশগুলোতে প্লাস্টিকের গণতন্ত্র চায় নাকি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত কি তার পাশের দেশগুলোতে প্লাস্টিকের গণতন্ত্র চায় নাকি, যে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে, সমর্থন জানায়। তিনি বলেন, তাহলে আমাদের ভাবতে হবে, ভারত নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চায়, ইস্পাতের গণতন্ত্র চায়। আর বাংলাদেশে চায় প্লাস্টিকের গণতন্ত্র, পররাষ্ট্রমন্ত্রীর কথা ধরে নিলে এটাই প্রমাণিত হয়।’

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আগের দিনের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারত নাকি নির্বাচনে (৭ জানুয়ারি) সমর্থন দিয়েছে। আমি বলতে চাই, ভারতের যে গণতন্ত্র সেটা আমরা জানি- একটা শক্তিশালী গণতন্ত্র, ইস্পাতের গণতন্ত্র।’

রিজভী বলেন, ‘তারা (সরকার) খুঁজে খুঁজে কে অভিনন্দন দিচ্ছে, কে তাদেরকে সমর্থন দিচ্ছে এটা চিৎকার করে বলছেন। এতে প্রমাণিত হয় তারা জনবিচ্ছিন্ন একটি সরকার, জনসমর্থনহীন একটি সরকার। নির্বাচন বর্জনের ফলে তাদের এক ধরনের ক্ষমতা হারানোর ভীতি থেকে এরকম চিৎকার করছে বলে আমরা মনে করি।’

মিয়ানমার ইস্যু প্রসঙ্গে রিজভী বলেন, ‘তারা (সরকার) ব্যর্থ একটি সরকার। তারা যেমন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পারেনি, ঠিক তেমনি তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি- এটা দৃশ্যমান। আজকে প্রযুক্তির যুগে প্রত্যেক মানুষ দেখছেন কিভাবে মর্টারশেল আসছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং সরকার নিশ্চুপ থাকছে, নির্বিকার থাকছে। একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে না।’

তিনি বলেন, ‘কূটনৈতিক তৎপরতা এবং প্রতিবাদের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখা, এটাকে জোরালো ও শক্তিশালী করার কোনো দৃষ্টান্ত সরকার রাখতে পারেনি। এর আগে ১০ লাখ রোহিঙ্গা এদেশে ঢুকলো, তারা শরণার্থী শিবিরে এখনো অবস্থান করছে, এদের একটা লোককেও নিজ দেশে ফেরত পাঠাতে পারেনি।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ