প্রস্তাবিত ৮ লাখ কোটি টাকার বাজেটের ৩২ শতাংশই ঋণ–অনুদান থেকে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেটের ৩২ শতাংশের বেশি আসছে ঋণ ও অনুদান থেকে।

 

বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

 

আসন্ন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে ৬০ শতাংশ অর্থের উৎস হিসেবে ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। পাশাপাশি দেশি–বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে আসবে ৩১ দশমিক ৬ শতাংশ অর্থ। আর শূন্য দশমিক ৫ শতাংশ অর্থ আসবে বৈদেশিক অনুদান থেকে। এই হিসাবে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ৩২ দশমিক ১ শতাংশ অর্থের উৎস হিসেবে থাকছে ঋণ ও অনুদান।

প্রস্তাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা আসবে বলে উল্লেখ করা হয়। এর বাইরে এনবিআর বহির্ভূত কর থেকে ১ দশমিক ৯ ও কর ব্যতীত প্রাপ্তি ৫ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছে। আর দেশীয় উৎস থেকে ঋণ ধরা হয়েছে ২০ দশমিক ২ শতাংশ। বিদেশি উৎস থেকে ঋণ ধরা হয়েছে মোট বাজেটের ১১ দশমিক ৪ শতাংশ।

প্রসঙ্গত, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ