Search
Close this search box.

রোহিত শর্মাকে ফিরিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন সাকিব

রেকর্ড আল হাসান খ্যাত সাকিব আল হাসান নতুন রেকর্ড গড়লেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। শনিবার (২২ জুন) সুপার এইটের ম্যাচে ভারতের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ওভারেই শিকার করেন রোহিত শর্মাকে। আর এই শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব।

অ্যান্টিগার ভিভ রিচার্ড স্টেডিয়ামে এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার সেনাপতি নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে ১৫ রান দেওয়ার পর দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান।

এরপর লেংথ কমিয়ে আনলেন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে খাড়া ওপরে তোলেন রোহিত। মিড অফে অনেকটা সময় পেয়ে ক্যাচটি নিয়েছেন জাকের আলী। ৩৯ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। রোহিত ফেরেন ১১ বলে ২৩ রান করে।

এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। যা বিশ্বকাপের ৯টি আসরে আর কেউই করে দেখাতে পারেননি। ৪২ ম্যাচে সাকিব এই রেকর্ড গড়লেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শহীদ আফ্রিদির।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ