বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দাবি শেখ হাসিনার আমলে ক্যাসিনো, সিন্ডিকেটবাজ ও দুর্নীতিবাজদের উন্নয়ন হয়েছে। প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে চায়।
সোমবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি এসবকথা বলেন।
রিজভী বলেন, ‘বেনজীর নাকি শেখ হাসিনাকে আপা বলতেন, আপার জন্য গুমের পর গুম চালিয়ে গেছেন। তবে এত অপকর্মের পরও বেনজীরদের কিছু হবে না। সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, এটি সংবাদপত্রের প্রতি হুমকি।’
তিনি বলেন, ‘কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বেগম খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’
তিনি আরও বলেন, ‘মানসিকভাবে অসুস্থ আইনমন্ত্রী। তার মধ্যে কোন মানবতা-অনুভূতি নেই। এই আইনমন্ত্রী ওয়ান-ইলেভেনে ফখরুদ্দিন-মইনদ্দিনের দোসর ছিলেন।’ এ সময় চিকিৎসা না দেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে জানান তিনি।