Search
Close this search box.

একইদিনে বিএনপি-আ. লীগের সমাবেশ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার: প্রায় আট মাস পর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণ বড় সমাবেশ করছে বিএনপি। এদিকে একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নিজেদের প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। এই পাল্টাপাল্টি সমাবেশ ও আলোচনা সভাকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগ তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করছে। তবে আলোচনা সভা রুপ নিয়েছে সমাবেশে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীতে একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ও আলোচনা সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর বিভিন্ন বাহিনীর সদস্যরা।

বিএনপির সমাবেশ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসছেন। সরেজমিনে দেখা যায়, বিকেল তিনটা থেকে এ সমাবেশ শুরুর কথা থাকলেও ইতোমধ্যে নেতাকর্মীরা নয়াপল্টনে সড়কে অবস্থান নিয়েছেন। তবে, যানবাহন চলাচলের পথ রেখেছে বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের এ অবস্থানকে কেন্দ্র করে পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে। নাইটেঙ্গেল মোড়ে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।  এ সমাবেশকে কেন্দ্রে করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পুলিশ বলছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা কেউ বা কোনো গোষ্টি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে পুলিশের। সমাবেশ স্থলে আগতদের সিসিটিভি ক্যামেরা দ্বারাও মনিটরিং করা হচ্ছে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদেরবলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে। কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার  বলেন: ডিএমপি কমিশনার দুই দলের সমাবেশকে ঘিরে কিছু শর্ত দিয়েছে। আশা করছি দুই দলই শর্ত মেনে সমাবেশ পরিচালনা করবে। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির সমাবেশের বিষয়ে তিনি বলেন: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা আশা করছি তারা শর্ত মেনে শান্তিপূর্ণ সমাবেশ করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ